সফটওয়ার আপডেটের সময়, "র"এডভিউ সরাসরি ৫ঃ১ অনুপাতে ক্রেডিটে পরিণত হবে, এই সিস্টেম চালু করেছিলাম। কিন্তু ভুলবশত সেটা অফ ছিল। এদিকে আমি যেহেতু অটো কনভার্ট সিস্টেম ইমপ্লান্ট করেছি, তাই ম্যানুয়াল কনভার্ট লিঙ্কটা ডিসেবল করে দিয়েছিলাম। দ্বিতীয়বার চেক করার কথা মনে ছিল না। ফলে, এই কদিনে যারা সাইটে লগইন করেছেন, এডভিউ ক্রেডিট পেয়েছেন, তবে সেটা অটোমেটিক্যালি ক্রেডিটে পরিণত হয়নি। এই বিষয়ে একটা ঘোষণা করা আমার উচিত ছিল কিন্তু সেকথা আমার মাথাতেই আসেনি। যাইহোক, সদস্যদের অভিযোগ পেয়ে বিষয়টা খেয়াল করে আমি খুবই লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। তবে এখন এই বিষয়ে আর কোনও সমস্যা নেই।
যে কোনও অভিযোগ সবসময়ই মুগ্ধবাংলায় স্বাগত। সদস্যদের স্বার্থরক্ষা সবসময়ই আমার প্রথম ও প্রধান কাজ। যেহেতু মুগ্ধবাংলায় লাইভ আপডেট এখনও চলছে,তাই এরকম আরও কিছু পরিবর্তন হতে পারে। কোনও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে।
@sadaq ভাই আপনি ঠিকই বলেছেন। আপনি নতুন সদস্য, তাই এড সাপোর্ট অ্যাকটিভ করতে যাবার পেজের কোডিং এর একটু সমস্যার জন্য এডপয়েন্ট যোগ হচ্ছিল না। আপনার সমস্যা আশা করি ঠিক করতে পেরেছি। দেখুন, এবার হয়ত হবে।
@sadaq ভাই, সফটওয়ারের লাইভ আপডেটের ত্রুটি ধরানোর জন্য আপনাকে আমার পক্ষ থেকে ১০ ক্রেডিট ক্ষতিপুরণ দেওয়া হল। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।
profile সেকসানে আপনারা আপনাদের 'র'-এডভিউ ও এক্সচেঞ্জ করে এডভিউ কাউন্ট দেখতে পাবেন এখন থেকে।
দাদা, আমার দু-তিন দিন হয়ে গেলো, Login time আর details দেখাচ্ছেনা, ক্রেডিট পাচ্ছি কিনা তাও ঠিক বুঝতে পারছিনা। একটু জানাবেন দাদা।
@subha05 দাদাভাই, আপনার অ্যাকাউন্টে এই জানুয়ারিতে শুধু ১১, ১৪, ১৭ তারিখ লগিন বোনাস যোগ হয়নি, নতুবা প্রত্যেক দিনই আপনি ৩ বা ৫ করে লগিন বোনাস পেয়েছেন। মুগ্ধবাংলার সফটওয়ার আপডেটের পর, এখন সকলেই শুধুমাত্র বর্তমান মাসের লগিন বোনাস ক্রেডিট অ্যাকাউন্টে আলাদা আলাদা ভাবে তারিখ সহ দেখতে পাবেন। পুর্বের মাসের লগিন বোনাস ও এড ক্রেডিট তথ্য এখন থেকে মাস হিসাবে দেখতে পাবেন। আসলে পুরানো হিসাব অ্যাকাউন্ট ব্যালান্সে দেখাতে গিয়ে পেজের দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছিল, তাই পুরানো হিসাব মান্থলি রাখার ব্যবস্থা করেছি। আমাদের সঙ্গে সক্রিয় থাকার জন্য আপনাকে ধন্যবাদ।